ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মশতবার্ষিকী উদযাপনের কারণে সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রপ্তানির বাণিজ্য বন্ধ রয়েছে।
ফলে বন্দরের দুই পাশে হাজার হাজার পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে। বেশিরভাগই বাংলাদেশের পোশাক শিল্পের কাঁচামাল বহনকারী যানবাহন।
ইন্ডিয়ান পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আজ বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আজ সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বন্দরের অন্যান্য কার্যক্রম নিরবচ্ছিন্ন রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল
আমরণ অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
সততা ও ন্যায়ের পথে থাকতে হবে পুলিশকে : আইজিপি