বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে সোমবার ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক অনিক কুমার (৩০) মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা গ্রামের বিমলেন্দু বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়,গোপন খবরে তারা জানতে পারে বেনাপোল রেলস্টেশন এলাকায় স্বর্ণের একটি বড় চালান নিয়ে এক যুবক অবস্থান করছে। বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৯৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল মিনহাজ সিদ্দিকী জানান,বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে বিজিবির অভিযানে ১০ টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলেও তিনি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি