অনলাইন ডেস্ক :
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কম-বেশি নিয়মিত থাকেন খবরের শিরোনামে। এবার এক সেলফি নিয়ে আলোচনায় তিনি।আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ‘বেবি বাম্প’র সেই সেলফিতে দেখা যাচ্ছে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। ফেসবুকে দেওয়া সেই পোস্টে অনেকে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন। তাহলে কি মা হতে চলেছেন স্বস্তিকা? নাকি বিষয়টা অভিনয়ের অংশ?ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, নতুন সিনেমা ‘কালা’তে অন্তঃসত্ত্বার ভূমিকায় থাকছেন স্বস্তিকা। তবে তিনি তার পোস্টে তেমন কিছু না লেখাতেই শুরু হয়েছে গুঞ্জন। যদিও অনেকে সন্দেহও প্রকাশ করেন, এটা নিশ্চয়ই কোনো অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয়ের অংশ হবে। ব্যাপারটা পুরোপুরি তার পেশাদার জীবনের অংশ, অভিনয়ের সূত্রেই ফের মা হওয়া।উল্লেখ্য, অন্বিতা দত্ত পরিচালিক ‘কালা’র ট্রেলার মুক্তি পেয়েছে সপ্তাহ দুয়েক আগে। বলা হচ্ছে, এটি সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে প্রধান চরিত্র মঞ্জুশ্রীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। আজ বৃহস্পতিবার স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত