নিজস্ব প্রতিবেদক, রংপুর :
নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান আমির শরীফ, সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ, মোঃ শাহীনুর রহমান, উমর ফারুকসহ শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শেখ রাসেল চত্বর থেকে শুরু হয়ে আনন্দ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, এ উপলক্ষে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি