January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 8th, 2024, 8:58 pm

ব্যাটসম্যান হিসেবে আমার কাজই হচ্ছে রান করা: লিটন

অনলাইন ডেস্ক :

বিপিএলে শিরোপা জয়ী হিসেবে সব থেকে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই দলটিকে গেল কয়েক আসর ধরে নেতৃত্ব দিয়ে আসছিলেন ইমরুল কায়েস। তার হাত ধরে সবশেষ আসরেও শিরোপা ঘরে নিয়েছে তারা। তবে এবার ফ্রাঞ্চাইজিটি নেতৃত্বে এনেছে পরিবর্তন। কুমিল্লার নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন কুমার দাস। কিন্তু অধিনায়ক হিসেবে দলের সহায়তা করতে পারছিলেন না তিনি। ব্যাট হাতে রানের দেখাই পাচ্ছিলেন না তিনি। যদিও লিটনের রান না পাওয়ার বিষয়ে খুব একটা আক্ষেপ ছিল না ফ্র্যাঞ্চাইজিটির। ভরসা রাখছিলেন নতুন অধিনায়কের ওপর। আর সেই ভরসার প্রতিদান পাঁচ ম্যাচ পরে এসে দিয়েছেন লিটন।

বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন। তার ব্যাটে ভর করে কুমিল্লা ১৫০ রানের লক্ষ্য দেয়। তাড়া করতে নেমে ১১৫ রানে থামে খুলনার ইনিংস। পাঁচ ম্যাচ পর পেয়েছেন লিটন। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় রান পেয়ে স্বস্তি পাচ্ছেন কি না। জবাবে তিনি বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে আমার কাজই হচ্ছে রান করা। প্রথম পাঁচ ম্যাচ করতে পারিনি। আফসোস তো ছিলই এটা নিয়ে। যে আমি যে ধরনের খেলোয়াড় আমি রান করতে পারছি না।’ তবে এ ম্যাচে রান পেলেও এখনো নিজের উন্নতি করার জায়গা দেখছেন লিটন। বলেন, ‘এখনো খেলায় উন্নতি করার অনেক জায়গা আছে। এটা লং টুর্নামেন্ট অনেকগুলো ম্যাচ বাকি। দলও আমার কাছে চায় পারফরম্যান্স। তো আমি আমার সেরাটা ট্রাই করব।’

চলতি টুর্নামেন্টে আগের পাঁচ ম্যাচ মিলিয়ে ৩৭ রান করা লিটন দাস গত বুধবার খেললেন ৪৬ রানের ইনিংস। অল্পের জন্য সুযোগ পেয়েও হাতছাড়া হয় আসরের প্রথম ফিফটি করার সুযোগ। তবে এতে আফসোস নেই কুমিল্লার অধিনায়কের, তিনি রান পেয়েই খুশি। বলেন, ‘আমি কখনই পঞ্চাশের জন্য খেলি না। কারণ আমার কাছে মনে হয় না, একটা ৫০ হলে আমি লিটন দাস চেঞ্জ হয়ে যাব। না হলে চেঞ্জ হব না।’ এসময় এ ম্যাচে তার আফসোসের কথা জানিয়ে বলেন, ‘আমার কাছে আফসোস এই জিনিসটা, আমরা দুই জন (লিটন-রিজওয়ান) মিলে ডিসকাস করতেছিলাম ড্রিংকসের পরের ওভার এই জিনিসটা এই ওভারটা নরমাল খেললে অ্যাটাকিং মুডে যাওয়া যায়। কোনো মতে যদি ঐ ওভারটা খেলে ফেলতে পারতাম তাহলে নেক্সট ওভার থেকে আমাদের দুজনের জন্য ফ্রি হিট গেম থাকত। তো ঐ জায়গা থেকে আফসোস। নেক্সট টাইম যদি এইরকম হয়, চেষ্টা করব কন্টিনিউ করার।’