জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাঁজাসহ নম্বর বিহীন সিএনজি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার ১৩ জুন বেলা প্রায় ১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থানে অভিযান পরিচালনা করে একটি সিএনজি আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, খাটিহাতা হাইওয়ে থানা,সিলেট রিজিয়ন,সিলেট, দিবাকালিন মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের মালিহাতা নামক আশুগঞ্জ হইতে ব্রাহ্মণবাড়িয়া গামী নির্মাধীন মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা কালিন, নম্বর বিহীন রিয়া পরিবহন নামের সিএনজি পুলিশের উপস্থিতি দূর থেকে দেখে গাড়ি রেখে ড্রাইভার সহ মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে এস আই মনির হোসেন স্থানীয় উপস্থিত সাক্ষীদের সম্মুখে সিএনজিতে রক্ষিত প্লাষ্টিকের ২টি বস্তায় স্কচটেপে মোড়ানো ১৬ প্যাকেটে ৩৩ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে গাড়ি সহ থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ