জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল পিস্তলের ম্যাগাজিন সহ এক জনকে গ্রেফতার করেছে র্যাব ১৪ সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকা মৃত কুতুবুর রহমানের ছেলে সজিব (৩৫)।
বৃহস্পতিবার ১৪ এপ্রিল রাত প্রায় ৮,৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি আভিযানিক দল জেলা সদর থানাধীন পৌর শহরের পূর্ব পাইকপাড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের দক্ষিণ পাশের রাজ ভবনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি সজিবকে গ্রেফতার করেন।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২