জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
বড়লেখায় জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় সোমবার প্রথমবারের মত এক দিনের আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রতুলীর জামাল কমপ্লেক্সে অনুষ্ঠিত উক্ত দাবা টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিভাগের ৯ বছর থেকে ৬২ বছর বয়সি ৩৮ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ক্যাশমানি পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সভাপতি এম সামছুল হকের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাগ্ঙীর হোসেন সরদার, ওসি তদন্ত ফরিদ আহমদ, জেলা দাবা সমিতির সভাপতি অ্যাডভোকেট মুশতাক আহমদ মম, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী সমাজসেবক জাকির হোসেন, এসোসিয়েশন অব চেস প্লেয়ার মৌলভীবাজারের সভাপতি সাংবাদিক এম. মছব্বির আলী, সাবেক ফুটবলার আমির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, বদরুল ইসলাম ও খালেদুর রহমান, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।
৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোন ময়মনসিংহের দাবাড়ু সুব্রত বিশ্বাস, ২য় হোন ঢাকার দাবাড়ু জাবেদ আল আজাদ, ৩য় হোন ঢাকার দাবাড়ু মুছুম হোসেন, ৪র্থ হোন নারায়নগঞ্জের দাবাড়ু সাদমান হাসান দিহান, ৫ম হোন সিলেটের আসাদুজ্জামান আহাদ, ৬ষ্ট হোন মৌলভীবাজারের দাবাড়ু শাহ মো: সাইফুল আলী, ৭ম হোন ঢাকার দাবাড়ু মো: নাসির উদ্দিন, ৮ম হোন নারায়নগঞ্জের দাবাড়ু আবু হানিফ। বড়লেখার জন্য নির্ধারিত দুটি পুরস্কার পান হামিদা বেগম ঝুমা ও প্রমিত চক্রবর্তী।
খেলায় প্রধান আর্বিটারের দায়িত্ম পালন করেন সনাতন জাহিদ, তাকে সহযোগিতা করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার মৌলভীবাজারের সাধারন সম্পাদক ওয়াজিউল মেহেদী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের শিক্ষা ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মাওলানা ছাদ উদ্দিন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২