জেলা পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বুধবার দ্বিতীয়বারের মতো ভাঙন শুরু হয় এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পার্কের দক্ষিণ পাশের সিসি ব্লক নদীগর্ভে চলে গেছে।
এর আগে গত মে মাসে ইকো পার্কের উত্তর পাশে ৮০ মিটার এলাকার সিসি ব্লক ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়।
সিরাজগঞ্জ পাউবো’র জ্যেষ্ঠ কর্মকর্তা হায়দার আলী জানান, এখন যমুনা নদীর পানি অনেক কমে গেছে তাই ভাঙনের কথা নয়। তবে শুকনা মৌসুমে স্থানীয়রা নদী তীর সংরক্ষণ প্রকল্প এলাকা থেকে বালু উত্তোলন করে সিসি ব্লকের ওপর দিয়ে প্রতিদিন ট্রাকে করে নিয়ে যায়। এছাড়া নদীর মূল স্রোত বালু উত্তোলনের ফলে এখন ডান তীরে এসে সরাসরি আঘাত করছে। যে কারণে হয়তো ভাঙন হয়েছে।
ডব্লিউডিবির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভাঙন রোধে এলাকায় বালুভর্তি জিওব্যাগ ফেলা হবে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন