অনলাইন ডেস্ক :
নারী আইপিএল খ্যাত ভারতের উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এবার বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা। কিন্তু কোন দলের হয়ে খেলবেন, সেটা এতদিন নিশ্চিত ছিল না। অবশেষে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। একই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশি দুই ক্রিকেটার। তারা খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে। এই দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। এর আগে টুর্নামেন্টটিতে খেলেছেন সালমা খাতুন। এবার প্রথম খেলতে যাচ্ছেন শারমিন আক্তার সুপ্তা। আগামী ২৩ মে থেকে ভারতের পুনেতে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে। তিন দলের এই টুর্নামেন্টে বাকি দুটি দলের অধিনায়ক সুপারনোভাসে হারমানপ্রীত কৌর এবং ভেলোসিটিতে দীপ্তি শর্মা।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর