January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 2nd, 2022, 7:57 pm

ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী বিক্রান্তের আজ যাত্রা শুরু

এক বছর সামুদ্রিক পরীক্ষা-নিরীক্ষার পর শুক্রবার ভারতে প্রথম অভ্যন্তরীণভাবে নির্মিত বিমানবাহী রণতরী বিক্রান্তকে কমিশনিং করবে।

৪৫ হাজার টন ওজনের যুদ্ধজাহাজ, ৩০টি সামরিক বিমান ধারণ করতে সক্ষম রণতরীটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোচিতে একটি জমকালো অনুষ্ঠানে দেশটির নৌবাহিনীর হাতে তুলে দেবেন।

বিক্রান্তকে কমিশনিংয়ের মাধ্যমে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্সের পর একটি অভিজাত গোষ্ঠীতে ঢুকে পড়ল, যারা এর আগে এত বড় বিমানবাহী রণতরী তৈরি করেছে।

ভারতের হাতে আগেও এই নামে একটি রণতরী ছিল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেটি দুর্দান্ত ভূমিকা পালন করেছিল। তারই স্মৃতিতে একই নামে এই যুদ্ধজাহাজ তৈরি করা হয়। এটি ২ দশমিক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর বিদ্যমান সামুদ্রিক বহরে একটি বিমানবাহী রণতরী, ১০টি ধ্বংসকারী, ১২টি ফ্রিগেট এবং ২০টি কর্ভেট রয়েছে।

—-ইউএনবি