January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 23rd, 2023, 8:09 pm

ভারতে বাস-ট্রাক দুর্ঘটনায় নিহত ৭

অনলাইন ডেস্ক :

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৩ মে) সকালের দিকে পুনে থেকে একটি যাত্রীবাহী বাস বুলধানা জেলার মেহেকারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তোলা ছবি থেকে দেখা গেছে, বাস এবং ট্রাক দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র যে, তা থেকে খুব সহজেই অনুমান করা যায় বাস এবং ট্রাক উভয় গাড়িই তুমুল গতিতে চলছিল। উল্লেখ্য, ট্রাকটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বাসের ভেতরের ছবি থেকে দেখা গেছে, সিটগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। তারা যানবাহনের ছিন্নভিন্ন ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কাজটি সহজ করতে উইন্ডশিল্ড এবং জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছিল।