অনলাইন ডেস্ক :
ভারতের মেঘালয় ও মণিপুর রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভূকম্পন অনুভূত হয় মেঘালয়ের তুরা এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর আগে কম্পন অনুভূত হয় মণিপুরে। ভারতের জাতীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এ তথ্য। মেঘালয়ে ভূমিকম্পের ৫ ঘণ্টা আগে উত্তর-পূর্বের আরও একটি রাজ্যে কম্পন অনুভূত হয়। রাত ২টা ৪৫ মিনিটে কম্পন অনুভূত হয় মণিপুরের নোনে জেলায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ২। খবর ইন্ডিয়া টুডের। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় ভারতের অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৪। গত ২২ ফেব্রুয়ারি আবার ভূমিকম্প হয় দিল্লি ও এর আশপাশের এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানেও। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। একই সময়ে তাজিকিস্তানেও ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও এসব ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস