January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 25th, 2022, 7:40 pm

ভীষণ কষ্টে আছেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :

শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা এত তাড়াতাড়ি না হলেই ভালো হতো বলে জানিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস। কলকাতার একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী। তবে সাক্ষাৎকারের অংশবিশেষ নিয়ে দেশীয় অনলাইন গণমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদে আহত হয়েছেন ঢালিউড কুইন। এ বিষয়ে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি আসলে সেভাবে কথাটা বলেননি, গণমাধ্যমকর্মীরা তার ‘ইমোশন’ বুঝতে পারেননি উল্লেখ করে বলছেন, ‘আমার ভীষণ কষ্ট লাগছে যে আপনারা সবাই আমার কাছের মানুষ। আমার থেকেও ভালোবাসবেন আমার সন্তানকে। সেইখানে আমার ইমোশনটা না বুঝে, এভাবে আসলে না লিখলেও হতো। ’গণমাধ্যমকর্মীদের অবদানও স্বীকার করতে দ্বিধা নেই অপুর। বলছেন, ‘ঠিক আছে। আমি মনে করি সম্পূর্ণ প্রফেশনে আপনাদের সাপোর্ট আছে। আমি জানি আমার সন্তান আপনাদের কারণে সবার কাছে আমার সন্তান আজ এত প্রিয়। আপনারা যদি আমার ইমোশন না বুঝে লিখে থাকেন, তাহলে সংশোধন করে লিখবেন। ’ভিডিও বার্তায় অপু বিশ্বাস বলেন, ‘অনলাইনগুলোতে যেভাবে নিউজ হচ্ছে, হেডলাইন হচ্ছে, আমার ভুল সিদ্ধান্ত… আমার সন্তানের। আসলে কথাটা আমি এভাবে বলিনি, বা আমি এভাবে বোঝাতে চাইনি। ’কোটি টাকার কাবিনের অভিনেত্রী বলেন, ‘আমি প্রথমে বলতে চাই। আমার সন্তানকে নিয়ে আমার জার্নি, যুদ্ধ, সব আপনারা দেখেছেন। সবাই জানেন। আমি আসলে কথার পরিপ্রেক্ষিতে বলছি অল্প বয়সে বিয়ে করেছি, অল্প বয়সে বাচ্চা নিয়েছি। হয়তো এই সিদ্ধান্তগুলো ভুল থাকলেও থাকতে পারে, বা ভুল ছিল। আমার সন্তানের জন্য কোনো ভুল নেই। আমার সন্তানের জন্য স্যাক্রিফাইস আজকেও করছি, আগামীতেও করব। ’আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজের জীবনের নানা কথাই বলেন। জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? এমন প্রশ্নের জবাবে অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চাÑসবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তাহলে ভালো হতো। ’কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর, ‘মা হয়েছি। ভুল করে হলেও…। ’