শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী মো. নজরুল ইসলাম সাকিদার (৬৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর ৫টায় শরীয়তপুর থেকে ঢাকা নেয়ার পথে ফেরিতে মারা যান তিনি।
মৃত মো. নজরুল ইসলাম শাকিদার আগামী ৫ জানুয়ারি (বুধবার) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা মার্কার মেম্বার প্রার্থী ছিলেন। তিনি ওই ইউনিয়নের চান্দনি গ্রামের মৃত জালাল উদ্দিন শাকিদারের ছেলে। তিনিও সাবেক মেম্বারও ছিলেন।
নজরুল ইসলামের ছেলে তুষার শাকিদার জানান, তার বাবা সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। মঙ্গলবার ভোরে ঢাকায় নেয়ার পথে মঙ্গলমাঝির ঘাট-শিমলিয়া নৌরুটে ফেরিতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, বাদ জোহর ওই ইউনিয়নের কলাবাগান জামে মসজিদের জানাজা শেষে গণকবরস্থানে দাফন করা হবে।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২