ভোলায় এক প্রতিবন্ধীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের নোমো গ্রামের তাপস মৃধা, প্রমিলা ও রিনা।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ তৎপর হয়।
ভিডিওতে দেখা যায়, নম গ্রামের একটি মন্দিরের খুঁটির সঙ্গে বেঁধে জয় চন্দ্র মেস্তুরীকে তিনজন মিলে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করছে।
স্থানীয়রা জানায়, জয়কে তার বাবা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া আগ পর্যন্ত নির্যাতন সহ্য করতে হয়েছে। কারণ তার একটাই অপরাধ ছিল যে বৃহস্পতিবার সকালে তর্কের জেরে তাপসের এক আত্মীয়কে চড় মেরেছিলেন।
ওসি জানান, এ ব্যাপারে প্রতিবন্ধি যুবকের বাবা বাদী হয় পাঁচ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
জয়ের বাবা শ্যামল চন্দ্র মিস্ত্রী বলেন, আমার ছেলে প্রতিবন্ধী এবং এর আগেও তারা বহুবার তাকে নির্যাতন করেছে। আমরা গরীব বলে প্রতিবাদ করতে পারিনি। আমি আমার ছেলের বিচার চাই।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী