জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এ. এস. আই জুবায়েল খাঁন। তিনি শেরপুর জেলার শ্রীবরদী থানায় কর্মরত আছেন। শেরপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান বি.পি.এম এর নির্দেশনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সার্বিক সহযোগিতায় এ. এস. আই জুবায়েল খাঁন ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি, ভিকটিম উদ্ধারে সহায়তা, বিট পুলিশিং, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও সামাজিক অপরাদ দমনে উঠান বৈঠক করে আসছে। এ সব কাজের শ্রেষ্ঠতা হিসেবে এ এস আই জুবায়েল খাঁনকে পুরস্কৃত করা হয়।
জুবায়েল খাঁন নেত্রকোনা জেলার মদন থানার বাগমারা গ্রামের মৃত নুরুল ইসলাম খাঁনের ছেলে। তিনি ইতিপূর্বে জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
১২ জুলাই বুধবার বিকালে ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বি.পি.এম এ.এস.আই জুবায়েল খাঁনের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বি.পি.এম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ