ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় শুক্রবার দুপুরে দ্রুতগামী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের আলালপুর এলাকায় যাত্রীবাহী বাসটির বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।
তিনি আরও বলেন, চালক ছাড়া সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
মারাত্মক দুর্ঘটনাটি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন