ময়মনসিংহ নগরীর কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে কেওয়াটখালির বাইপাস রেলক্রসিংয়ে গর্তে আটকা পড়ে একটি মালবোঝাই ট্রাক। চালকসহ স্থানীয়রা অনেক চেষ্টা করেও ট্রাকটি রেললাইন থেকে সড়াতে পারেননি। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।
তারা আরও জানান এতে ট্রেনের ইঞ্জিনে বসা বাবুল নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইঞ্জিনে বসা আরও ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রোডে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রেন সরিয়ে নেওয়ায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন