January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 14th, 2022, 8:44 pm

মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আল-কুরআন শিক্ষা পরিষদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, সিলেট:

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুইজন নেতা নূপুর শর্মা ও নাভিন জিন্দাল বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে আল-কুরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (১৩ জুন) সিলেট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শায়খুল ক্বোররা হযরত মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মনজুর আহমদ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শামসুল ইসলাম শরীফ, আল-কোরআন ও সুন্নাহ কেন্দ্রের সভাপতি ইয়াহইয়া আহমদ, সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাফিজ মঈনুল ইসলাম আশরাফি, গোয়াইনঘাট সংবাদের সম্পাদক মাওলানা আব্দুর রহীম, ইন্জিনিয়ার লোকমান আহমদ, ডাক্তার এনামুল হক এনাম, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমীন, মাস্টার কবি নুরুল ইসলাম শিকদার, হাফিজন মাওলানা সহুল আহমদ, রায়হান আহমদ, মাওলানা ক্বারী রহমত আলী, আবুবকর প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমার প্রিয় রাসুল নিয়ে যারা কটুবাক্য করেছে তারা কখনও ছাড় পাবে না। যারা নবীকে নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই আপনি মুসলিম দেশের প্রধান হিসাবে সেই দুইজন কুলাঙ্গারের বিরুদ্ধে একটা বিবৃতি দেন।
তারা বলেন, যে সমাজে একসময় নারীর কোন সম্মান ছিল না সেই সমাজে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) মেয়েদের সম্মান বৃদ্ধি করেছেন। পৃথিবীতে একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম। ভারতসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একদিন মুসলিম শাসকরা শাসন করেছেন। তারা কোনদিন হিন্দুদের উপর জবরদস্তি করেননি। কিন্তু বর্তমানে ভারতে মুসলিমদের উপর চলছে চরম নির্যাতন। এটা মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।