অনলাইন ডেস্ক :
ভারতে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং এতে অন্তত ২০জন আহত হয়েছে। মহারাষ্ট্রের মুম্বই-আগরা মহাসড়কে একটি ট্রাক ধাবায় ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল গতিতে ছুটে আসা ট্রাকটি প্রথমে হাইওয়ের চারটি গাড়িতে ধাক্কা দেয়। এরপর মহাসড়কের পাশে থাকা একটি ধাবার ভিতরে ঢুকে পড়ে।
ওই সময় দুপুরের খাবার খেতে ধাবার ভেতরে ছিলেন অনেকেই। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন এবং ২০ জন গুরুতর আহত হন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাকটি মধ্য প্রদেশ থেকে আসছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, হঠাৎ ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক। সূত্র : আনন্দবাজার
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম