January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 21st, 2023, 7:38 pm

মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু

ফাইল ছবি

মহেশখালীতে ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

গত মঙ্গলবার সেখানকার একটি টার্মিনাল থেকে এলএনজির সরবরাহ আংশিকভাবে শুরু হয়। এরপর শনিবার রাতে বন্ধ থাকা অপর টার্মিনাল থেকেও গ্যাসের সরবরাহ শুরু হয়েছে। দুটি টার্মিনাল থেকে এখন ৮০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে পাইপলাইনে।

ঘূর্ণিঝড় মোখার কারণে গত শুক্রবার রাত ১১টায় ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বন্ধ করা হয়। এর প্রভাবে কয়েক দিন চট্টগ্রামে গ্যাসের সরবরাহ কমে যায়। এক পর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় গ্যাস।

গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হয়। আবার দেশের বিভিন্ন এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনেও প্রভাব পড়ে। ফলে অনেক এলাকায় লোডশেডিং দেখা যায়।

—-ইউএনবি