January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 7th, 2022, 7:32 pm

মা হতে চান সংগীতশিল্পী মিলা

মা হতে চাইছেন সংগীতশিল্পী মিলা! কথাটি কিন্তু কথার কথা নয়। সংবাদমাধ্যমের কাছে বেশ সিরিয়াসলিই তিনি এই ইচ্ছের কথাটি জানালেন। এই পপতারকার বিয়ে, বিচ্ছেদ ও মামলার খবর সম্পর্কে ভক্ত-শ্রোতারা ভালোই জানেন। যে কারণে, তিনি দীর্ঘ সময় ছিলেন গানের বাইরেও। সম্প্রতি তিনি ফের মঞ্চে ফিরেছেন। নিয়মিত গান করছেন। পরিকল্পনা করছে নতুনকরে শুরু করার। সেই পরিকল্পনার একটি- মাতৃত্ব। না, মিলা আবারও বিয়ে করেননি। তবে তার আগেই বললেন, ‘আই ওয়ান্ট টু বি আ মাদার। সবসময় ইচ্ছে ছিলো নিজের একটা বাচ্চা থাকবে। অনেকেই হয় তো জানেন না, বাচ্চা-কাচ্চা আমার খুব পছন্দ। যদিও সেই ইচ্ছেটা এখনও পূরণ করতে পারিনি। তবে আমি সেই স্বপ্নটা এখনও দেখি। আমি মা হতে চাই।’ জানান, মনে মনে পাত্র খুঁজছেন। ফের সংসারী হবেন। তবে এবার আর গান থেকে নিজেকে দূরে সরাবেন না। জনি হকের প্রযোজনায় ‘মামানামা-আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানে মাহমুদ মানজুরের সঞ্চালনায় মিলা ইসলাম কথা বলেন তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। অতীত হাতড়ে মিলা বলেন, বাবা-মায়ের সঙ্গে সিনেমা হলে গিয়ে ‘টাইটানিক’ ছবিটি দেখার বিব্রতকর অভিজ্ঞতার কথা। জানালেন, প্রথম প্রেমের প্রস্তাবের মধুর স্মৃতি। প্রথম আয়ের গল্প। যেদিন তিনি গান গেয়ে ১৩শ টাকা পেয়েছিলেন। এবং সেই টাকায় প্রথম ব্যাংক অ্যাকাউন্ট খুলছিলেন। মিলা বলেন, ‘সেই অ্যাকাউন্টটি এখনও আছে আমার। এবং এটাই আমার একমাত্র ব্যাংক অ্যাকাউন্ট।’ এদিকে মা হওয়ার ইচ্ছে পূরণের পাশাপাশি আরও একটি বড় ইচ্ছে রয়েছে মিলার। সেটি হলো পশু-পাখির জন্য পূর্ণাঙ্গ একটি হাসপাতাল তৈরি করা। তিনি বলেন, ‘অনেকেই জানেন আমি পশু-পাখি অনেক পছন্দ করি। সেখান থেকে আমি অনেকদিন ধরেই ফিল করছি- ওদের জন্য একটা প্রপার হাসপাতাল গড়ে তোলা। অনেকেই এখন রেসকিউ করেন, চিকিৎসা দেন। বাট এটা পর্যাপ্ত নয়। আমি চাই মানুষের হাসপাতালের মতো পশু-পাখির জন্যও একটা পূর্ণাঙ্গ হাসপাতাল হবে বাংলাদেশে।’