মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামে গতরাতে অগ্নিকাণ্ডে ৬ পরিবারের বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
আগুনে ৩টি বসতঘর, বসতঘরের থাকা আসবাবপত্র, ৩টি গোয়ালঘর, গোয়ালে থাকা ৪টি গরু ও ৪টি ছাগল, ২টি রান্নাঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারদেড় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে নজক জোয়ার্দারের গোয়ালঘরে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত আশেপাশের বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে ৬টি পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে নজক জোয়ার্দার, কামাল জোয়ার্দার, শিলন জোয়ার্দার, জিকো মোল্যা, ওবায়েদ মোল্যার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, মশার কোয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
-----ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন