মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি গুদাম ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু এবং ২ জন গুরুতর আহত হয়েছেন, জানিয়েছে পুলিশ।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার প্রতিবেদনে বলা হয়, বায়ান লেপাসের বাতু মংয়ে মঙ্গলবার রাত ৯টা ৫৮ মিনিটে ঘটনাটি ঘটেছে।
এতে আরও উল্লেখ করা হয়, আহত শ্রমিকদের চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে এবং ৪ জনকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ সকাল ৯টা পর্যন্ত পুলিশ ও সিভিল ডিফেন্স ফোর্সসহ অন্যান্য সংস্থার সহায়তায় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিল (এমবিপিপি) গুদাম নির্মাণ প্রকল্পের ডেভেলপার, প্রকৌশলী এবং স্থপতিদের অবিলম্বে কাজ বন্ধের আদেশ জারি করেছে।
এমবিপিপির মেয়র দাতুক এ রাজেন্দ্রন বলেন, উদ্ধার অভিযান এবং কর্তৃপক্ষের পরিচালিত তদন্তের সুবিধার্থে এটি করা হয়েছে।
এদিকে বায়ান লেপাসের অ্যাসেম্বলিম্যান দাতুক আজরুল মাহাথির আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অবহেলার কারণে এ ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কূটনীতিক ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা এখন সেখানে আছেন এবং পরে মিশন থেকে আরো জানানো হবে।’
—-ইউএনবি
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব