January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 17th, 2023, 8:26 pm

মালয়েশিয়ায় বিমান দুর্ঘটনায় পথচারীসহ নিহত ১০

অনলাইন ডেস্ক :

মালয়েশিয়ায় ছোট আকৃতির একটি বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানটি দুর্ঘটনাকবলিত হয়ে রাস্তায় পড়ে যায়। এতে রাস্তায় থাকা গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় পথচারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। সেলেনগর পুলিশ প্রধান কম দাতুক হুসেইন ওমর খান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এলমিনা শহরে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। তিনি বলেন, বিমানটি লানগকাউই থেকে উড্ডয়ন করা বিমানটি কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সুবাংয়ের সুলতান আবদুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়া হয়েছিল। ‘কিন্তু বিমানটি রাস্তার উপর ভেঙ্গে পড়ে এবং সেখানে থাকা গাড়ি ও মোটরসাইকেলে আঘাত করে।’

তিনি দুর্ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, আমাদের দেখতে পেয়েছি যে, বিমানটিতে দুজন ক্রু সদস্য ও ছয়জন যাত্রী ছিল। তাদের সবাই দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া একটি প্রাইভেটকারের চালক ও একজন মোটরসাইকেল আরোহীও এতে প্রাণ হারান। আমরা এখনো নিশ্চিত হতে পারিনি যে, গাড়িটিতে আর কোনো যাত্রী ছিল কিনা। জানা গেছে, বিমানটি বাণিজ্যিকভাবে চালিত হচ্ছিল। সূত্র : দ্য স্টার মালয়েশিয়া