January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 20th, 2021, 7:38 pm

মীনা কার্টুনের জনপ্রিয় সেই গান পড়শীর কণ্ঠে

অনলাইন ডেস্ক :

‘আমি বাবা মায়ের শত আদরের মেয়ে’-এই গানটি জনপ্রিয় মীনা কার্টুনের। এই গানটা শিশুদের পাশাপাশি বড়দেরও ভীষণ পছন্দের। এবার এই গানটিকে নতুন আঙ্গিকে নিয়ে আসছে ইউনিসেফ বাংলাদেশ। আর এই নতুন ভার্সনে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। মূল শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন ভার্সনে গানটির কথা ও সুরের কোনো পরিবর্তন করা হয়নি। সংগীতশিল্পী পড়শী বলেন, ‘আমিও ছোটবেলা থেকে গানটির ভীষণ ভক্ত। অনেক সময় গানটি গুনগুন করে গেয়েছি। এবার সেই গানটি আমার কণ্ঠে গেয়েছি। সত্য আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আশা করছি নতুন এই ভার্সন গানটি সবাই পছন্দ করবে।’ নব্বই দশকে গানটি লিখেছিলেন ফারুক কায়সার ও আরশাদ মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছিলেন টিনা সানি ও সুষমা শ্রেষ্টা। জনপ্রিয়তার কারণে এটি বিভিন্ন ভাষায় অনুবাদও করা হয়। রোববার ২০২১ ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২১’-এর অনলাইন অনুষ্ঠানে গানটি মুক্তি পাবে। ইউনিসেফ বাংলাদেশ এবং পড়শীর অফিসিয়াল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এটি আপলোড করা হবে।