January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 2nd, 2023, 10:28 am

মুক্তাগাছা প্রেসক্লাব থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের সহায়তায় সরকারী বরদ্দকৃত শীতের কম্বল প্রেসক্লাব প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম, প্রতিষ্ঠাতা সভাপতি এজেএড এম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজরং আগরওয়ালা, সাংবাদিক সিরাজুল হক সরকার, এম মাহবুব আলম খান, মনোনেশ দাস, ফেরদৌস আলম, নাসির উদ্দিন ফকির, মোফাজ্জল হোসাইন, রাশিদুল আলম শিমুল, এম ইউসুফ, হজরত আলী প্রমুখ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নেন। এসময় ২০০ মানুষের মাঝে কম্বর বিতরণ করা হয়।