January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 13th, 2022, 12:51 pm

মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের কলকাতার ছবি

অনলাইন ডেস্ক :

কলকাতার বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গানের জন্য জনপ্রিয় এই গায়কের ভক্ত এপার বাংলার মানুষও। তবে এবার গান নয়, নচিকেতা লিখে ফেলেছেন সিনেমার গল্প। তাঁর গল্পের নাম ‘আজকের শর্টকাট’। প্রায় তিন বছর আগে নচিকেতার লেখা স্বল্পদৈর্ঘ্যরে এই চলচ্চিত্রটির কাজ শেষ হলেও করোনা মহামারির জন্য সেটার মুক্তি পিছিয়ে যায়। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গে বেকার সমস্যা, আর্থিক দুর্নীতিসহ একের পর এক ইস্যুতে যখন সরগরম রাজ্য, তখনই নিজের এই চলচ্চিত্রটি মুক্তি দিচ্ছেন তিনি। এটি পরিচালনা করেছেন সুবীর দত্ত। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস। দুই ভিন্ন মেরুর দুই চরিত্র বিশু ও গৌরবকে নিয়েই এই চলচ্চিত্রের গল্প। বিশুর ভূমিকায় দেখা যাবে কলকাতার মেধাবী অভিনেতা পরমব্রতকে। বসতির ছেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অপরদিকে বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে যাওয়া এক তরুণীর ভূমিকায় দেখা যাবে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। বেকারত্বের কষ্ট আর দুর্ভোগ নিয়েই ‘আজকের শর্টকাট’ চলচ্চিত্রটি তৈরি হয়েছে। প্রসঙ্গত, এই প্রথমবার কলকাতার কোনও চলচ্চিত্রে কাজ করলেন অপু বিশ্বাস। চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী তিনি।