January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 9th, 2023, 7:59 pm

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে সিরাজুলকে ঢামেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

‘দাদা’ এবং ‘দাদাভাই’ নামে ব্যাপকভাবে পরিচিত সিরাজুল ১৯৪১ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন।

তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ ওরফে নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

তিনি তোফায়েল আহমেদ, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাকের সঙ্গে মুজিব বাহিনী (ওরফে বিএলএফ) প্রতিষ্ঠা ও নেতৃত্ব দেন।

—-ইউএনবি