January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 19th, 2024, 9:02 pm

মুক্তির অনুমতি পেয়েছ ‘ডেডবডি’

অনলাইন ডেস্ক :

গত বছর অক্টোবরে মহরত হয় নতুন ছবি ‘ডেডবডি’র। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় তারকা ওসম সানী। ওই সময় তার মেকআপ গেটআপ আলাদা করে নজরে আসে। অবশেষে শুটিং শেষে মুক্তির মিছিলে চলে এসেছে ছবিটি। ছবির মুক্তি সামনে রেখে শুরু হচ্ছে প্রচারণা। কদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ডেডবডি’। সম্প্রতি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয় এ সিনেমাকে। একই সঙ্গে সেন্সর বোর্ডে সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন বলে জানান পরিচালক মোহাম্মদ ইকবাল।

সেন্সর পাওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সিনেমার শুটিংয়ের সময় পরিকল্পনা ছিল এটি আসছে ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার। সে অনুযায়ী আমরা আমাদের কাজ শেষ করেছি। আশা করছি, আসছে ঈদে দর্শকদের কাছে পৌঁছতে পারব ছবিটি নিয়ে।’ ইকবাল আরো বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি, এ ছবি তাক লাগিয়ে দেবে।’ সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।