আব্দুল বারী স্বপন :
রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (১১ সেপ্টেম্বর) মুজিব বর্ষ শেখ কামাল তিস্তা ৪৬ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে নারীসহ ১৬ জন সাঁতারু অংশ গ্রহন করে। তিস্তা ব্যরেজ ডালিয়ায় সকাল ৯টা ২০ মিনিটে তিস্তায় সাঁতার শুরু করে রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু পর্যন্ত। বিকাল ৩টা থেকে একে একে সাঁতারুরা শেখ হাসিনা সেতুতে এসে পৌঁছে। সাঁতারুদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো এবং বিশ্রামের ব্যবস্থা করে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম সার্বক্ষনিক তদারকি করেন। সাঁতারু বগুড়ার দশম শ্রেণির ছাত্র রাব্বি রহমান, ৫ ঘন্টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরগুনার সাইফুল ইসলাম রাসেল ৫ ঘন্টা ৫০ মিনিট ৫০ সেকেন্ড, নবম শ্রেণির ছাত্রী বগুড়ার মিতু আক্তার ৬ ঘন্টা ১ মিনিট ৩৬ সেকেন্ড সময় নেয়। এদিকে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর পাশে মহিপুরে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাঁতারুদের মাঝে সনদ, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এড. আনোয়ারুল ইসলাম, রংপুর সিটির প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ও সাঁতারে অংশগ্রহণকারী এস আই এম ফেরদৌউস আলম, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। এছাড়া উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, পিআইও মুনিমুল হক, ডাঃ নাঈম মোর্শেদ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বক্ষনিক তদারকি করেন। উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু, আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, জাপার আহবায়ক নুর আমিনসহ বিশিষ্টজন। অনুষ্ঠান উপস্থাপন করেন সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন ও কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম এবং গীতা পাঠ করেন প্রভাষক শ্যামল রায়। পুলিশ, আনসার, স্কাউট সদস্য, গ্রাম পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। অন্যদিকে সাঁতারুদের দেখতে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর মহিপুরে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায় এবং আনন্দ উপভোগ করে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২