January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 6th, 2023, 7:37 pm

মুন্সীগঞ্জে ট্রলারডুবি: এখনও নিখোঁজ ৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

রবিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক ওবায়দুল করিম খান জানান, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা করছে।।

এদিকে কোস্ট গার্ডের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ওই এলাকায় নিখোঁজদের খোঁজে কাজ করছে।

শনিবার সন্ধ্যায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর ৪৬ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলার থেকে এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, ২ শিশু ও ৩ নারীসহ ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।

পিকনিকের জন্য ব্যবহৃত ট্রলারটি সিরাজদিখান উপজেলার খেতেরপুর ইউনিয়ন থেকে পদ্মা সেতু এলাকা ঘুরে ফিরছিল।

জেলা প্রশাসক রিপন জানান, দুর্ঘটনার কারণ চিহ্নিত করতে জেলা প্রশাসন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাল্কহেডটি আটক করা হয়েছে।

—-ইউএনবি