মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশা আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তুলাকাই এলাকার বালিগাঁও-টঙ্গীবাড়ি-ঢাকা সড়কের এই দুঘর্টনা ঘটে
নিহতরা হলেন- মা শিউলী বেগম (৪০) ও মেয়ে পুতুল আক্তার (২০)। এ ঘটনায় নিহত শিউলী বেগমের কোলে থাকা দুই বছরের শিশু আনিসা আক্তার অক্ষত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আটক ট্রাকচালক বাবলু মিয়া (৩৮) নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আলী সোয়েব জানান, তারা নারায়ণগঞ্জে থেকে অটোরিকশাটি রিজার্ভ নিয়ে মাদারীপুরের গ্রামের বাড়ি যাওয়া জন্য শিমুলিয়া যাচ্ছিলেন। পথে বালিগাঁও-টঙ্গীবাড়ি-ঢাকা সড়কের শিমুলিয়াগামী সিএনজি চালতি অটোরিকশাটি বিপরীত দিকে থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পুতুল আক্তার ও মা শিউলী বেগম নিহত হন।
তিনি জানান, স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশের সোপর্দ করে এবং আধা ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, পুতুলের স্বামী আরিফ হোসেন নারায়ণগঞ্জে ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের ভদ্রাসন গ্রামে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন