January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 25th, 2023, 7:45 pm

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ৩

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৯টায় পদ্মা উত্তর থানা পয়েন্টে সামনের চাকা ফেটে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক কনস্টেবলসহ দুইজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন।

এর আগে রবিবার ভোর ৫টায় ওজন স্টেশনের কাছে পিকআপের ধাক্কায় কাভার্ডভ্যানের এক আরোহী মাছ বিক্রেতা নিহত এবং আপর দু’জন আহত হয়েছেন।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, পদ্মা সেতুতে প্রবেশের আগের পয়েন্ট বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পদ্মা উত্তর থানার কাছে রবিবার সাকাল সাড়ে ৯টায় শরীয়তপুরগামী বেপোরোয়া গতির মাইক্রোবাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়।

তিনি আরও জানান, এই সময় ঘটনাস্থলেই পথচারী এক নারী নিহত হয়। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল মোতালেব মিয়া এবং পানি বিক্রেতাসহ আহত হয় চারজন। আহতদের হাসপাতালে নিলে চিকিৎসাধীন পুলিশ সদস্য মোতালেব মারা যান। লাশ দু’টি পদ্মা উত্তর থানায় রাখা আছে।

ওসি বলেন যে এর আগে মাওয়া ওজন স্টেশনের কাছে রবিবার ভোর ৫টায় পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের মাছ বিক্রেতা মেহেদি হাসান প্রিন্স (২৬) নিহত হয় এবং অপর দুইজন আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসাড়া পুলিশ ফাঁড়িতে রয়েছে। তার বাড়ি যশোরে।

তিনি আরও বলেন, গাড়ির চালকদ্বয় পালিয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি থানায় রাখা হয়েছে। চালকের অদক্ষতা ও গাড়ির ফিটনেসই দুর্ঘটনার কারণ হতে পারে।

—ইউএনবি