এপি, নয়াদিল্লি :
ভারতের মুম্বাইয়ে শুক্রবার (৬ অক্টোবর) একটি ছয়তলা আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে ৩৮ জন আহত হয়েছেন।
দেশটির ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা অশোক তারাপদে জানিয়েছেন, গোরেগাঁও পশ্চিম জেলার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের দুটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত নিচতলায় কয়েকটি দোকানে এবং মুহূর্তের মধ্যে ধোঁয়া কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
চিফ ফায়ার অফিসার রবীন্দ্র আম্বুলগেকারকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভবনটি ২০০৬ সালে মুম্বাইয়ের একটি বস্তি থেকে স্থানান্তরিত লোকদের থাকার জন্য নির্মাণ করা হয়েছিল এবং এতে সঠিক অগ্নিনির্বাপক সরঞ্জাম ছিল না।
তিনি বলেন, লিফটের ফাঁকা জায়গা দিয়ে ধোঁয়া ভবনে ছড়িয়ে পড়ে।
ভারতে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। কারণ দেশটির ডেভেলপার ও বাসিন্দারা ভবন নির্মাণ আইন ও নিরাপত্তার নিয়মগুলো লঙ্ঘন করে নির্মাণকাজ করে।
২০২২ সালে নয়াদিল্লিতে একটি চারতলা বাণিজ্যিক ভবনে একটি বিশাল অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
২০১৯ সালে নয়াদিল্লির একটি ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লাগা অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন
ঘুরে আসুন সুযোগ পেলেই বিশ্বের অন্যতম সুন্দর ৭ স্থানে
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত