অনলাইন ডেস্ক :
ওষুধ কিনে ফেরার সময় মুম্বাইয়ের রাস্তায় হঠাৎ কয়েকজন দুস্কৃতি চড়াও হয় অভিনেত্রী পায়েল ঘোষের ওপর। গাড়িতে ওঠার সময় তারা আক্রমণ করে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। পায়েল জানিয়েছেন, তাদের হাতে কাঁচের বোতল ছিল। বেশ কিছুক্ষণ ধ্বস্তাধস্তির পর দুস্কৃতিদের হাত থেকে পালাতে সক্ষম হন তিনি। ধ্বস্তাধস্তির ফলে বাম হাতে সামান্য আঘাতও পেয়েছেন নায়িকা। ইনস্টাগ্রামে পায়েলের ফ্যান পেজ একটি ভিডিও পোস্ট করেছে। সেখানেই ঘটনা বিস্তারিত ভাবে জানাতে দেখা গেছে অভিনেত্রীকে। অভিনেত্রীর অনুমান কাচের বোতলে দুস্কৃতিদের হাতে অ্যাসিড ছিল। পায়েল বলেন, আমি ওষুধ কিনতে গিয়েছিলাম, ড্রাইভারের সিটে বসতে যাবো। সেই সময় মুখ ঢাকা কয়েকজন এসে আমাকে টানাটানি শুরু করে। তাদের হাতে কাচের বোতলও ছিল, কোনও রকমে পালিয়ে বাঁচি’। হামলাকারীরা মুখোশ পরে থাকায় তাদের চিনতে পারেননি নায়িকা। তিনি আরও বলেন, ‘ওরা আমাকে রড দিয়ে মারার চেষ্টা করছিল। আমি পালাতে চেষ্টা করি এবং চিৎকার করি। তখনই একটি রড আমার বাম হাতে এসে পড়ে। আমি চোট পাই। এই ধরনের ঘটনা আমার সঙ্গে কখনও ঘটেনি। জীবনে প্রথম মুম্বইয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হলাম। শিগগিরই থানায় গিয়ে এফআইআর দায়ের করবেন বলেও জানিয়েছেন মুম্বাইয়ের এই অভিনেত্রী।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত