অনলাইন ডেস্ক :
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন না সাকিব আল হাসান। এই ম্যাচে দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হক। ম্যাচ পরবর্তী সময়ে পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’- এ মুশফিক ও রিয়াদের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেন ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে সমস্যায় ভুগছেন তখন কিভাবে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহকে ৭-৮ নম্বরে খেলানো হয়?’ রিয়াদকে ওপরের দিকে ব্যাটিং করার দাবিদার জানান ওয়াসিম।
তিনি আরও বলেন, ‘তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে। তাকে আপনারা ফিনিশার হিসেবে রেখে দিয়েছেন। যেখানে মিডল অর্ডার বারবার ব্যর্থ হচ্ছে।’ অন্যদিকে, মুশফিককে ৬ নম্বরে খেলানোয় যারপরনাই বিস্মিত হয়েছেন মিসবাহ উল হক। তিনি বলেন, ‘মুশফিক ৬ নম্বরে এসেছে। সে ভালো ফর্মে আছে। সাকিব না থাকায় তার উপরে ব্যাটিংয়ের সুযোগ ছিল। কিছুটা হলেও তো পরিবর্তন করা যেত। মুশফিক ভালো ফর্মে। এই দুজন (মুশফিক-রিয়াদ) ওপরে খেললে তারা খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারতো।’
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম