January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 8:12 pm

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সাংবাদিকের নাম ফ্রডিক রোমার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সাংবাদিক ফ্রডিক রোমার সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। এ ছাড়া স্থানীয় একটি সংবাদপত্রে নিয়মিত লিখতেন তিনি। সোমবার সন্ধ্যায় স্থানীয় প্রসিকিউটরের দফতর জানায়, মেক্সিকোর গুয়েরারো রাজ্যের রাজধানী শিল্পানসিঙ্গ নগরীতে ফ্রেডিড রোমানের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দেশটির ইতিহাসে মানবাধিকার বিপর্যয়গুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি সংঘটিত হয়েছিল ২০১৪ সালে। সে সময় মেক্সিকোর গুয়েরারো থেকে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। এটি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অনেক লেখালেখিও হয়েছিল। হঠাৎ করে বিষয়টি আবার আলোচনায় উঠে আসে। গত সপ্তাহে দেশটির ট্রুথ কমিশন এ নৃশংসতাকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে অভিহিত করে। এ অপরাধের সঙ্গে বিভিন্ন সংস্থার এজেন্টরা জড়িত বলে ধারণা করা হচ্ছে।ট্রুথ কমিশন ঘটনাটিকে নতুন করে গুরুত্ব দেয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যম এ নিয়ে আবার লেখালেখি শুরু করে। নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে সাংবাদিক ফ্রেডিড রোমানও ‘স্টেট ক্রাইম উইদাউট চার্জিং দি বস’ শিরোনামে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছিলেন। পোস্টে তিনি শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার সময় সাবেক অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো করামসহ চার কর্মকর্তাদের মধ্যে কথিত বৈঠকের কথা উল্লেখ করেন। ট্রুথ কমিশন ঘটনাটিকে নতুন করে গুরুত্ব দেয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যম এ নিয়ে আবার লেখালেখি শুরু করে। নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে সাংবাদিক ফ্রেডিড রোমানও ‘স্টেট ক্রাইম উইদাউট চার্জিং দি বস’ শিরোনামে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছিলেন। পোস্টে তিনি শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার সময় সাবেক অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো করামসহ চার কর্মকর্তাদের মধ্যে কথিত বৈঠকের কথা উল্লেখ করেন।