এপি, মেক্সিকো :
ভেনেজুয়েলা ও হাইতি থেকে আসা অন্তত ১৬ অভিবাসী শুক্রবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইন্সটিটিউট প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর দিলেও পরে সংখ্যা কমিয়ে আনে। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের প্রসিকিউটররা পরে বলেছেন, কিছু লাশ টুকরো হয়ে যাওয়ায় অতিরিক্ত গণনা করা হয়েছে এবং প্রকৃত নিহতের সংখ্যা ১৬।
উভয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে দুই নারী ও তিন শিশু রয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের মহাসড়কের একটি বাঁকা অংশে বাসটি উল্টে গেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িতে মোট ৫৫ জন অভিবাসী ছিলেন, যাদের বেশিরভাগই ভেনেজুয়েলার।
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার