January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 6th, 2022, 8:24 pm

মেট্রোরেলে প্রতি কিলোমিটার ভাড়া ৫ টাকা

সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের বলেন, উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের জন্য যাত্রীদের সর্বোচ্চ ১০০ টাকা এবং প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে যারা সাপ্তাহিক, মাসিক, ফ্যামিলি কার্ড ব্যবহার করবেন তারা বিশেষ ছাড় পাবেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর জন্য ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোর অবশিষ্ট অংশ আগামী বছর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার রুটে ভায়াডাক্টের শেষ গার্ডার বসানোর পর সম্পূর্ণ দৃশ্যমান হয়ে উঠে বাংলাদেশের প্রথম মেট্রোরেল।

মেট্রোরেল রুটের মূল দৈর্ঘ্য ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার, কিন্তু বর্তমানে তা কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়ানো হয়েছে।

—-ইউএনবি