পাবনার আটঘরিয়ায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মেয়ে আমেনা খাতুন। আর মেয়ের এই মৃত্যুর সংবাদ শুনে তার মা ইসমত আরাও মারা গেলেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বরে ঘটনাটি ঘটে।
পাটেশ্বর গ্রামের আলেম মোল্লা আমেনার বাবা।
স্থানীয়রা জানায়, আমেনা পাবনা জেনারেল হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমেনার।
ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তারও মৃত্যু হয়।
দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল জানান, আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে লাশ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দিয়েছি।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২