বাংলাদেশ-মিয়ানমার উপকূলে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানায় সোমবার (১৫ মে) দেশের সব শিক্ষাবোর্ডের পূর্ব নির্ধারিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার ছয়টি শিক্ষা বোর্ড-চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ১৪ ও ১৫ মে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রবিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, কারণ সব বোর্ডে একক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও বলা হয়েছে, স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে ঘোষণা করা হবে এবং ১৬ মে থেকে সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও