January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 29th, 2022, 9:10 pm

ম্যাডোনা আবারো ব্রিটনিকে চুমু খেতে চান

অনলাইন ডেস্ক :

২০০৩ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে একসঙ্গে পারফর্ম করেছিলেন ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্স, মিসি এলিয়ট ও ক্রিস্টিনা অ্যাগুইলেরা। নানা কারণেই ‘ঐতিহাসিক’ মর্যাদা পেয়েছে পারফরম্যান্সটি। তার মধ্যে অন্যতম কারণ ছিলো সংগীতের বড় দুই তারকার চুমু! মঞ্চে দুই নায়িকার বহুল চর্চিত চুমু যে এখনো ভোলেনি দর্শক তার প্রমাণ ম্যাডোনার সাম্প্রতিক প্রশ্ন-উত্তর পর্ব। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসেছিলেন ম্যাডোনা। সেখানেই এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় তাকে। উত্তরে পপ স¤্রাজ্ঞী বলেন, ‘অবশ্যই। আমি তাঁর সঙ্গে আবার গাইতে চাই। ব্রিটনির সঙ্গে আবার গাওয়ার প্রস্তাব পেলে আমি নিশ্চিতভাবেই রাজি হব। এটা দারুণ হবে। আমরা সেই চুমুকেও ফিরিয়ে আনতে পারব। ’গেল বছরই ১৩ বছরের দীর্ঘ লড়াই শেষে বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি পেয়েছেন ব্রিটনি। ইঙ্গিত দিয়েছেন শিগগিরই গানে নিয়মিত হবেন। সূত্র : বিলবোর্ড