January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 3rd, 2023, 7:42 pm

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর

ময়মনসিংহের ভালুকায় সবজিবাহী পিকআপ ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) এবং নেত্রকোনার চানগাঁও এলাকার আলাল উদ্দিনের ছেলে সাজ্জাত হোসেন (৩২)। তারা দুজনই সবজি ব্যবসায়ী ছিলেন বলে জানায় পুলিশ।

ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় ময়মনসিংহগামী সবজিবোঝাই দ্রুত গতির একটি মিনি ট্রাক অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও বলেন, এ সময় সামনের অংশে বসে থাকা চালকসহ তিনজনের দুইজন ঘটনাস্থলেই মারা যায়। তবে মিনি ট্রাকের চালক কৌশলে পালিয়ে যায়। পুলিশ ভালুকা ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করেছে।

—-ইউএনবি