যশোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার খেদাপাড়া-তেতুলিয়া সড়কের বসন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মণিরামপুর উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২১) ও একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে ইমরান হোসেন (২২)। তারা দুজনই এইচএসসি পাশ করেছে।
আহত আসিফ হোসেন (২১) মণিরামপুর উপজেলার ডুমুরখালি গ্রামের আব্দুল আলিমের ছেলে।
খেদাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ছদরুল আলম জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় বসন্তপুরে গ্রামে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং এতে ঘটনাস্থলে শাওন ও ইমরান নিহত হন। আর আসিফ গুরুতর আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২