January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 3rd, 2023, 8:08 pm

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

অনলাইন ডেস্ক :

অর্ধশতাধিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় ৯টি কয়েকটি অঙ্গরাজ্য। এসব ঘূর্ণিঝড়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত হয়েছেন আরও অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের। অ্যাসোসিয়েটেড প্রেসের কাছে থাকা তথ্যানুসারে যুক্তরাষ্ট্রের ৯টি অঙ্গরাজ্যের ওপর দিয়ে গত শুক্রবার থেকে গত রোববার অর্ধশতাধিক ঘূর্ণিঝড় বয়ে যায়। এসব ঘূর্ণিঝড়ে স্থাপনা-অবকাঠামোর ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণ হারিয়েছেন ৩২ জন। সামনের দিনগুলোতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আরকানসাস, আলাবামা, টেনেসি, মিসিসিপিসহ কয়েকটি অঙ্গরাজ্যে অনেকের ঘর-বাড়ি হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এরমধ্যে শক্তিশালী টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরকানসাস অঙ্গরাজ্য। তবে, কোথাও কোথাও ভয়াবহ টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছেন স্থানীয়রা। বাসিন্দাদের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। টর্নেডোর আঘাতে ক্ষয়ক্ষতির মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিল, পূর্বাঞ্চলের দিকে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে ঝড়। এ অবস্থায় দুর্যোগ মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে প্রস্তুত থাকার নির্দেশনাসহ প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে সহায়তার প্রতিশ্রুতি মিলেছে বলে জানান আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স।স্যান্ডার্স বলেছেন, ‘বিগত কয়েক ঘণ্টায় আমি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও আমার কথা হয়েছে। আরকানসাসকে আগের রূপে ফিরিয়ে আনতে যে কোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন তারা।’এদিকে, ইলিনয় অঙ্গরাজ্যে কনসার্ট চলাকালীন টর্নেডোর আঘাতে একটি অডিটোরিয়ামের ছাঁদ ধসে পড়ার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি আরো দুইজন গুরতরভাবে আহত হয়েছেন। এছাড়াও আরো অনেকে মানুষ আঘাত পেয়েছেন।