অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। দেশটিতে ২০২২ সালে ৫০ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে আত্মহত্যা করে ১৩৪ দশমিক ৪৭ জনের বেশি মানুষ। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সিডিসি’র প্রতিবেদনে বলা হয়, কেবল ২০২২ সালে ৪৯ হাজার ৪৪৯ মার্কিনি আত্মহত্যা করেছেন। এই সংখ্যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ২০১৯ ও ২০২০ সালেও যুক্তরাষ্ট্রে আত্মহত্যার প্রবণতা কম ছিল। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬৫ বছরের বেশি বয়সী মানুষদের আত্মহত্যার হার ৮ দশমকি এক শতাংশ বেড়েছে। ওই সময়ের মধ্যে ১০ হাজার ৪৩৩ জন আত্মহত্যা করেছেন। অন্যদিকে ১০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার ৮ দশমিক ৪ শতাংশ কমেছে। ওই সময়কালে আত্মহত্যা করেছে ৬ হাজার ৫২৯ জন শিশু, কিশোর ও তরুণ বয়সী।
সিডিসির গবেষণায় আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রে স্কুল পড়ুয়া কিশোরী মেয়েদের আত্মহত্যার প্রবণতা বেশি। প্রায় ৫৭ শতাংশ কিশোরী বলেছে, তারা নিরন্তর হতাশায় ভোগে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা দেখা গেছে ২৪ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে। ওই বয়সী ১৬ হাজার ৮৪৩ জন গত বছর আত্মহত্যা করেছেন। এটি আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ বেশি। সিডিসির স্বাস্থ্য ও মানবসেবা সেক্রেটারি জেভিয়ের বেসেররা এক বিবৃতিতে বলেছেন, প্রতি ১০ জনের মধ্যে ৯ জন মার্কিনিই বিশ্বাস করেন যে তাঁরা মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছেন। ওই সমস্যা থেকেই তারা আত্মহত্যা করেন।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩