January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 2nd, 2022, 12:36 pm

যুক্তরাষ্ট্রের আকাশে রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

রাশিয়ার কোন বিমান আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা তাদের আকাসসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেয়ার পর আমেরিকার কাছ থেকেও এ ধরণের পদক্ষেপ এলো।

মঙ্গলবার রাতে প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন এসব কথা বলেন।

বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে।

তিনি বলেন, ‘ইতিহাসে দেখা গেছে, আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেয়, তাহলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করবে।’

বাইডেন বলেন, কোন রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।

ইউক্রেনের জনগনের প্রশংসা করে তিনি বলেন, তারা হচ্ছে ‘শক্তিশালী প্রাচীরের’ মতো, যেটা কেউ ধারণা করেনি। ছয়দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে। সে ভেবেছিল তার মতো করে এটা বাঁকা করতে পারবে।

‘কিন্তু তার হিসেব ছিল পুরোপুরি ভুল,’ বলেন বাইডেন

ইউক্রেনের জনগণ যেভাবে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে সেখান থেকে আমেরিকার জনগণকে অনুপ্রেরণা নিতে আহবান জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারে কিন্তু তারা কখনোই ইউক্রেনের জনগণের হৃদয় অর্জন করতে পারবে না।