অনলাইন ডেস্ক :
যুক্তরাজ্যের কেনটাকি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা আশঙ্কা করেছেন। টর্নেডোর আঘাতে কেনটাকির একটি ছোট শহরে মোমবাতি কারখানা, একটি নার্সিং হোম এবং অ্যামাজনের একটি গুদামের ছাদ ধসে ভেঙেচুড়ে গেছে।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ টর্নেডো। ঘটনার সময় মোমবাতি কারাখানায় প্রায় ১১০ জন লোক ছিলেন। তাদের মধ্যে প্রায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
মেফিল্ডের দমকল প্রধান এবং ইএমএস ডিরেক্টর জেরেমি ক্রিয়েসন বলেছেন, ‘উদ্ধারকারীদের আহতদের কাছে পৌঁছতে নিহতদের ওপর দিয়ে ক্রল করে এগোতে হচ্ছে।’
তিনি বলেন, শুধুমাত্র কেন্টাকিতে শনিবার বিকাল পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে বোলিং গ্রিন এবং এর আশেপাশে ১১ জন রয়েছে। ২০০ মাইল বেগে ধেয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ৭০ জনের উপরে নিহত হতে পারে এবং শেষ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার